ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাতিয়া ইউনিয়ন শাখার গণ সমাবেশ অনুষ্ঠিত।
৬ ডিসেম্বর অদ্ধ রোজ শুক্রবার বাদ জুমআ হতে কলাতিয়ার খাড়াকান্দি মাদ্রাসা সংলগ্ন মাঠে আলহাজ্ব আব্দুস সুবহান মুন্সী এর সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার কে এম দীন ইসলাম এর সঞ্চালনায় শুরু হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাতিয়া ইউনিয়ন শাখার সমাবেশ, এতে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমর্থকেরা সমাবেশে যোগ দেন।
উক্ত সমাবেশের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ডাক্তার দেলোয়ার হোসেন -কেন্দ্রীয় সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সমাবেশে বক্তাগণ বলেন ৫ ই আগস্টের পর মানুষ এক বুক আশা বেঁধেছিল দেশে সাম্য, শান্তি, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কিন্তু বাস্তবতা হচ্ছে একটি স্বৈরাচর বিদায় হবার পর আরেকটি নব্য স্বৈরাচার তাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
সুতরাং সাম্য,শান্তি ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামই একমাত্র কার্যকর পন্থা বক্তব্য পেশ করে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন করার এবং আগামী দিনে হাতপাখাকে বিজয় করার ঘোষণা দেন।