ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধবপুর নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।
তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। বুধবার (২৪ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার খোকন জমাদ্দার জানান, বুধবার রাতে যশোর থেকে ছেড়ে আসা বরিশালগামী জিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধবপুর নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে গিয়ে একটি গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন। তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, এ সময় উদ্ধার কাজে হাইওয়ে পুলিশ, ভাঙ্গা ফায়ার স্টেশন ও গোপালগঞ্জের একটি টিম অংশ নেয়। তবে এখনো নিহত ও আহতদের কোনো পরিচয় জানা যায়নি।