সিপন রানা(নাগরপুর)প্রতিনিধি: সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন সেবার আয়োজনে ২০২৩-২০২৪ চক্রের ভিডব্লিউবি উপকারভোগী মহিলাদের নামে স্ব-স্ব সঞ্চয়ী ব্যাংক হিসাব খোলার মাধ্যমে মাসিক ২০০/- (দুইশত) টাকা হারে সঞ্চয়ের অর্থ জমা রাখা হয়। চলমান চক্র ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে সমাপ্ত হওয়ার পর উপকারভোগীদের সঞ্চয়ের অর্থ বুঝিয়ে দেয়া প্রয়োজন।
তারি ধারাবাহিকতায় টাঙ্গাইল নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়ন পরিষদের ২০২৩- ২৪ এর ভিডব্লিউবি কার্ডধারী ১৯৫ জন সুবিধা ভোগিকে ৩০ কেজি চাউলের সঞ্চয় ২০০ টাকা করে মোট সাত লাখ সত্তোর হাজার টাকা সঞ্চয় ফেরত দিলেন দপ্তিয়র ইউনিয়ন পরিষদ। মধুমতী ব্যাংক নাগরপুর শাখায় জমা কৃত এই সঞ্চয়ের অর্থ ফেরত দেয়া হয় এই সুবিধা ভোগি ১৯৫ জন নারীকে । সুবিধা ভোগিদের হাতে মধুমতী ব্যাংকের ১৯৫ জনকে টাকা তুলে দেন নারী বিষয়ক প্রশিক্ষক হাফিজা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন, দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিক, দপ্তিয়র ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার উদ্যোক্তা বাবুল হোসেন বাবু,দপ্তিয়র ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী ফিরোজ আকন্দ, দপ্তিয়র ইউনিয়ন কৃষি অফিসার নওশেদ আলম,ও ইউপি সদস্য ফজলুল হক মুন্জু এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।