1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো কেসিএল’২০২৪ ফাইনাল খেলা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

মোঃ জায়েদ হোসেন (কমলনগর লক্ষ্মীপুর):  জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো লক্ষ্মীপুরের কমলনগর ক্রিকেট লীগ (কেসিএল)’র ফাইনাল খেলা। শনিবার সন্ধ্যা থেকে হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমি মাঠে এ খেলা শুরু হয়ে চলে গভীর রাত পর্যন্ত। খেলায় করইতলা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশন। প্রথমে করইতলা স্পোর্টিং ক্লাব ৯ উইকেটে ১৫৭ রান করে। তার জবাবে কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশন ১৬ ওভার ৩ বলে ৩ উইকেটে ১৫৮ রান করে। পরে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ওই সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য এআর হাফিজ উল্যাহ, হাজিরহাট উপকূল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, প্রেসক্লাবের সদস্য নূর হোসেন,হাজিরহাট মিল্লাত সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সাখাওয়াত হোসেন, লক্ষ্মীপুর ওয়েল কেয়ার হাসপাতালের এমডি আমজাদ হোসেন মিস্টার, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান সাজু,কেসিএলের ডিরেক্টর জেনারেল রিয়াজ মাহমুদ সুমন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রাজিব দেবনাথ ও সদস্য সচিব আকরাম হোসেন ,সম্মানিত সদস্য মোঃ জায়েদ হোসেন , মোঃ রাকিব হোসেন, মোঃ শিবলু, সোহাগ পাটোয়ারী, এডভোকেট নিখিল, আকরাম হোসেন অরুণ, আকবর হোসাইন,প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি