নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার পূর্বধলায় শফিকুল ইসলাম খাঁ (৬৫)পিতা মৃত জহর উদ্দিন খাঁর নামে উক্ত অভিযোগ উঠেছে।
জানা যায় যে , উপজেলার জারিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছনধরা গ্ৰামের মোঃ নজরুল ইসলাম খাঁ পিতা বিনোদ খাঁ ছনধরা মেগাপাড়া মৌজার আর, ও ,আর ,দাগ নং, ৬২০,বি আর এস দাগ নং ৬২৩, যার মালিক সফদল খাঁ পিতা মোক্তার হোসেন এর নিকট হতে ক্রয় সূত্রে মালিক হয়ে ১৬শতক জমি দলিল মূলে ভোগ দখল করে আসতেছে।
বিগত কিছু দিন আগে অসৎ উদ্দেশ্যে মিথ্যা মামলায় হয়রানির শিকার হয় নজরুল ইসলাম।অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নজরুল ইসলাম খাঁ কে আসামী করে শফিকুল ইসলাম (৬৫)আদালতে মামলা করেন।যার মামলা নং ২৭৪/২৩
ভোক্তভোগী নজরুল ইসলাম খাঁ উক্ত মামলায় হয়রানির শিকার হচ্ছেন বলে সাংবাদিকদের কাছে মত প্রকাশ করলে স্বরেজমিনে উপস্থিত হয়ে এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করিলে এলাকার একাধিক নিরীহ মানুষ নজরুল ইসলাম খাঁ জমির বৈধ মালিক বলে স্বীকার করেছেন।
এলাকা বাসীর মধ্যে একি গ্ৰামের গোলাপ খাঁ পিতা মৃত চাঁন খাঁ, মোফাজ্জল হোসেন পিতা হোসেন খাঁ
জাহাঙ্গীর আলম পিতা মৃত জালাল মিয়া,রুক্কু মিয়া পিতা ইয়াকুব আলী সকলের বলেন,সিএস,আর ও আর,ও বি,আর এস মূলে সফদল খাঁ উক্ত জমির বৈধ মালিক।তার নিকট থেকে ক্রয় সুত্রে নজরুল ইসলাম খাঁ জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছে।
সেই জমি আত্মসাতের উদ্দেশ্যে শফিকুল ইসলাম বাদী হয়ে নজরুল ইসলাম খাঁ এর নামে মামলা রুজু করেছে বলে এলাকাবাসী অভিমত পেশ করে । এ ব্যাপারে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হীরা মিয়া বলেন, দীর্ঘদিন ধরে উক্ত জমি নজরুল ইসলাম খাঁ ক্রয় সূত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসতেছে। কিন্তু সফদল খাঁ উক্ত জমির বৈধ মালিক কিনা বা তার কাগজ পত্র কতটুকু সঠিক তা আমার জানা নেই।
ভোক্তভোগী নজরুল ইসলাম খাঁ মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ও আদালতের মাধ্যমে সুবিচার পাওয়ার জন্য বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে তার কাগজ পত্র দাখিল করেন ও সুবিচার প্রার্থনা করেন।