1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

গোবিন্দগঞ্জেে প্রস্তাবিত রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

সাজাদুর রহমান সাজু: “জেগে উঠো জনতা’ গড়ে তোলো একতা” দ্রুত ইপিজেড বাস্তবায়ন কর! করতে হবে! এই স্লোগানে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গোবিন্দগঞ্জে ইপিজেডের দাবীতে নাগরিক ঐক্য পরিষদের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা’র সহ সমন্বয়ক মোস্তাকিম সরকার সজিবের সভাপতিত্বে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা অয়ন সুলতানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এম,এ মতিন মোল্লা, জেএসডি উপজেলা শাখার সভাপতি আয়ুব হোসেন সরকার, যুবদল পৌর শাখার ৫ নং ওয়ার্ড সভাপতি মনিনুর রহমান লিটন,গোবিন্দগঞ্জ পৌর ছাত্রদলের আয়বায়ক খাইরুল ইসলাম,গোবিন্দগঞ্জ পৌর জামায়াতে ইসলামী যুব সংগঠনের সেক্রেটারী ওমর ফারুক সরকার,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাধন মহন্ত,আর,এস রাশেদ,মামুন খান,সাকিব সরকার সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সহ বি়ভিন্ন শ্রেনী পেশার মানুষজন মানববন্ধনে অংশ গ্রহন করেন। বক্তব্য বলেন, বিগত সরকারের সময়ে রংপুর ইপিজেড নাম করন করে ইপিজেড বাস্তবায়নের ঘোষনা দিয়ে বেপজায় একাধিক মিটিং, দলিল সম্পাদন,প্রকল্প পরিচালক নিয়োগ,সাইনবোর্ড প্রেরন করে স্বপ্ন দেখিয়ে কতিপয় মানুষের অপশক্তির কু-প্রভাবে দীর্ঘ দিনেও ইপিজেড আলোর মুখ দেখেনি।যা প্রতারনার শামিল। বক্তরা ক্ষোভ প্রকাশ বলেন, উত্তরাঞ্চল তথা গোবিন্দগঞ্জের ৭লক্ষ মানুষের মাঝে যে ২লক্ষ মানুষের কর্মসংস্থান ইপিজেড এর যে স্বপ্ন দেখানো হয়েছে, তা যেন দ্রুত বাস্তবায়ন করা হয়।

অন্যথায় কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে বলে জানান। তারা দ্রুত রংপুর ইপিজেড বাস্তবায়নে প্রয়োজনীয়তা ও সুবিধা তুলে ধরে প্রধান উপদেষ্টা ও শিল্প উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করেন। এ মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি