সঞ্জয় বড়ুয়া, রাউজান প্রতিনিধি: রাউজান উপজেলার উত্তর গুজরা বিবেকরাম বৌদ্ধ বিহারে ২৬ জানুয়ারী ২৫ থেকে ৭ ফেব্রুয়ারী ২৫ পর্যন্ত্য ১৩ দিন ব্যাপি ধর্মসেনাপতি রাজগুরু অভায়নন্দ মহাথেরর ৭৩তম জন্মজয়ন্তী ও শাসননিধি পূন্নানন্দ থের এর মহাথের বরণোৎসব, পবিত্র ভিক্ষু পরিবাসব্রত ও ব্যুহচক্র অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত ধর্মানুষ্ঠানের সপ্তম দিনের বিকালবেলার অনুষ্টানে বৌদ্ধ সমাজ বিনির্মাণে মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের এর ভূমিকা শীর্ষক আলোচনায় বক্তার বলেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ মণীষা কর্মবীর বিশুদ্ধানন্দ মহাথের আজীবন বৌদ্ধ জাতির জন্য কাজ করে গেছেন যার জন্য এখনো বৌদ্ধ জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করে যাচ্ছেন।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসচিব ভদন্ত সুমঙ্গল থের খৈয়াখালী ও ভদন্ত সত্যানন্দ থের কদুরখীল এর উপস্থাপনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উদ্ধর্তন সহ-সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের।
উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি শিক্ষাবিদ শাসনতিলক ,সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের। শুরুতেই পত্রিক ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করেন বৈদ্যপাড়া সর্বজনীন পূর্ণচন্দ্র বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত ধর্মরুদ্ধ ভিক্ষু ও উদ্বোধনী সংগীত পরিবেশন করেন উদযাপন পরিষদের সংস্কৃতি শিল্পীবৃন্দ।
অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রকৌশলী ঝুলেন বড়ুয়া।
প্রধান অতিথির আসন গ্রহন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়ক অগ্গসাসনধ্বজা সদ্ধর্মরশ্মি করতনশ্রী মহাথের। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের ,
উদযাপন পরিষদের কার্যকরী পরিষদের সভাপতি ভদন্ত উ পঞঞা চক্ক মহাথের, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাঙ্গুনীয়া শাখার সভাপতি ভদন্ত জ্ঞানবংশ মহাথের, কাঝরদিঘীর পাড় জেতবন বিহারের অধ্যক্ষ বিদর্শন সাধক সচ্চিতানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারন সম্পাদক শিক্ষক সমিরণ বিকাশ বড়ুয়া ও এ্যাডভোকেট রেবা বড়ুয়া।
এই ধর্মানুষ্টানে পঞ্চশীল প্রার্থনা করেন রাউজান প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সমাজ সেবক পংকজ বড়ুয়া।