1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন

টেকনাফে ২ বিজিবি অভিযানে এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজার টেকনাফের সাবরাং নাফ নদীর সীমান্তে অভিযানে এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, পিএসসি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০.৩০ ঘটিকায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ সাবরাং বিওপি’র গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায় যে, মায়ানমার হতে একদল মাদক পাচারকারী

সাবরাং নাফ নদীর তীরবর্তী শোয়ারীগোদা এলাকায় মায়ানমার হতে মাদকের একটি বড় চালান নিয়ে। দুই জন ব্যক্তি নাফ নদীর অপর পার্শ্ব হতে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে শোয়ারীগোদা এলাকা দিয়ে বেড়ীবাঁধ পার হয়ে দুইটি ব্যাগ কাঁধে নিয়ে লেজিরপাড়া গ্রামের দিকে অগ্রসর হলে ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। অভিযান দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা তাদের বহনকৃত ব্যাগগুলো ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগে দ্রুত বসতি এলাকার ভিতরে গা ঢাকা দেয়। অভিযান দল বর্ণিত এলাকায় অনুসন্ধান চালিয়ে মাদক কারবারীদের ফেলে যাওয়া দুইটি প্লাস্টিকের ব্যাগের ভিতরে (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হলেও মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি। ব্যাটালিয়নের তত্ত্বাবধানে এবং লেঃ কমান্ডার রাফির নেতৃত্বে অপরাধীদের গ্রেফতারে অভিযান চলমান। অভিযান শেষে, প্রচলিত আইন অনুযায়ী উদ্ধারকৃত মাদক যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

টেকনাফের জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি