1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন

শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলার বাদী মোসলেম আর নেই

অনলাইন ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১

সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বাদী ও যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷

আজ রবিবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৬টায় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার তুলসীডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার আসরের নামাজের পর কলারোয়া সরকারী জিএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ১৯৭১ সালে যুদ্ধকালীন কমান্ডার ছিলেন। তিনি কলারোয়া, মাদরা, বাগআঁচড়া, কেশবপুর, মনিরামপুর, ভোমরাসহ বিভিন্ন এলাকায় সম্মুখযুদ্ধে নেতৃত্ব দেন।

তার মৃত্যুতে কলারোয়া মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি