সুয়েজ খালে আটকে পড়া সেই মালবাহী জাহাজটি মুক্ত করা সম্ভব হয়েছে। সেটিকে পুনরায় ভাসিয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে বিবিসি অনলাইন এ খবর প্রকাশ করেছে। মেরিটাইম সার্ভিস কোম্পানি ইঞ্চক্যাপও বিষয়টি নিশ্চিত করেছে। জাহাজটি উদ্ধারে ব্যবহার করা হয়েছে টাগবোটস ও ড্রেজার।
কয়েকদিন আগে এভারগ্রিন বহরের অংশ এভারগিভেন নামের মালবাহী জাহাজটি সুয়েজ খালে আটকে যায়। এতে এ খাল দিয়ে যাতায়াত ব্যাহত হয়। আটকে পড়ে শত শত জাহাজ। অনেক জাহাজকে পণ্য পরিবহনে আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে।
সুয়েজ খাল ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে এবং পৃথক করেছে আফ্রিকা ও এশিয়া মহাদেশকে। ১৮৫৯ থেকে ১৮৬৯ সময়ব্যাপী এটি নির্মিত হয়। বর্তমানে খালটি পরিচালনা করছে মিশর।