নরসিংদী প্রতিনিধিঃ করোনার হটস্পট নরসিংদীতে গত ২৪ ঘন্টায় আরও ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২৮১ জনে। আজ রোববার (৪ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম। সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় জেলার ১২৯ জনের নমুনা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। রোববার পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাঁদের মধ্যে সবাই সদর উপজেলার বাসিন্দা। সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ২১ হাজার ২৮২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৬০ জন, শিবপুরে ৩০৩ জন, পলাশে ৩৬৪ জন, মনোহরদীতে ১৯১ জন, বেলাবতে ১৬৪ জন ও রায়পুরায় ১৯১ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৩৪ জন ও হোম আইসোলেশনে আছেন ৩৫২ জন। এ পর্যন্ত জেলায় কোভিড-১৯ এর সংক্রমণ হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ৫৫ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩০ জন, পলাশে ০৩, বেলাবতে ০৬, রায়পুরায় ০৭, মনোহরদীতে ০২ ও শিবপুরে ০৭ জন।