বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এক কীট ব্যাবহারের মাধ্যমে গতকাল রোববার দুপুরে এক ঘন্টার মধ্যে করোনা ভাইরাস সনাক্তের নতুন এক পদ্ধতি চালু করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়্যেদ মোঃ আমরুল্লাহ্ গতকাল দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড ১৯ নমুনা পরীক্ষা বুথে তার নিজের দেহ থেকে ওই কীটের সাহায্যে নমুনা দেয়ার মাধ্যমে করোনা সনাক্তের নতুন এ পদ্ধতি চালু করার প্রকৃয়ার শুভ উদ্বোধন করেন।
এ সময় তিনি জানান, “র্যাপিড এ্যান্টিজেন টেষ্ট কীট” নামের নতুন এ কীটটি সরকার কোরিয়া থেকে আমদানি করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করেছে। উদ্বোধনকালে সেখানে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাজেদুল হক কাওছার, গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম. আলম, সাংবাদিক মোঃ লিটন খান প্রমুখ।