নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর পলাশ উপজেলায় দরিদ্র বিমোচনের লক্ষ্যে উপজেলার কৃষক ও কৃষানীদের মাঝে উন্নত মানের বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পলী উন্নয়ন অফিসের (বিআরডিবি) উদ্যোগে এ সব বীজ ও গাছের চারা বিতরণ করা হয়। সমৃদ্ধ উচ্চ মূল্যের প্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা প্রকল্প অফিসার ফখরউদ্দিন আল রাজী, উপজেলা পলী উন্নয়ন অফিসার মো.শামীম ও সহকারী পলী উন্নয়ন অফিসার মো.আব্দুল মোতালিব প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৮০ জন কৃষক ও কৃষানীর মাঝে আম, নারিকেল ,লেবু ও বিভিন্ন ভেষজ গাছের চারা ও বীজ বিতরণ করা হয়।