সোমবার (৫ এপ্রিল) দুপুরে এই বিবৃতি নারায়ণগঞ্জ জেলা পুলিশের ফেসবুক পেজে পোস্ট করে প্রতিবাদ জানানো হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কে বা কারা এসব বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি। সাধারণ মানুষকে এ রকম বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে মন্তব্য বা শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ করছি।
প্রসঙ্গত, রোববার (৪ এপ্রিল) রাত থেকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জায়েদুল আলমের নাম দিয়ে একটি মিথ্যা বিবৃতি ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।