গাইবান্ধার গোবিন্দগঞ্জে বগুড়া-রংপুর মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ভাংড়ী ব্যবসায়ী জাহিদুল ইসলামের (৪৫)। সে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত ইছাব উদ্দিনের ছেলে।
সোমবার (৫ এপ্রিল) দুপুরে মহাসড়কের কাটাখালী ব্রিজ এলাকায় এ রংপুরগামী মালবাহী ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৬-৩৮৩২) চাপায় তার মৃত্যু হয়। সে ভ্যানে করে গ্রামে গ্রামে ভাংরি কিনত।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাংড়ী বোঝাই ভ্যানটি নিয়ে বালুয়া থেকে গোবিন্দগঞ্জ অভিমুখে আসার পথে মহাসড়কের নতুন ব্রিজে উঠার সময় একটি গ্যাপ থাকায় রংপুরগামী ট্রাকের ইঞ্জিন ও কেবিন অংশ লাফিয়ে ওঠে। ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা জাহিদুল পড়ে গেলে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়। এসময় কোমরের নিচ থেকে শরীরের নিচের অংশ থেতলে তার মৃত্যু হয়।
জানা যায়, আজ সকালের দিকে ব্রিজটির নির্মাতা প্রতিষ্ঠান মনিকো কোম্পানি অসম্পূর্ণ অবস্থায় ব্রিজটি যানবাহন চলাচলের জন্য খুলে দেয়। তাদের অসাবধনার কারণে এমন দুর্ঘটনা বলে অনেকেই অভিযোগ তুলেছে।
দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে।