লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে দখল করে দোকান ঘর নির্মাণ লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চররুহীতা ইউনিয়নের হাজ্বীমারা সড়ক এর উত্তর পাশে নতুন বেড়ির মাথার ব্রিজের পশ্চিম এবং, পূর্ব পাশে পানি উন্নয়ন বোর্ড (পাউবো),র জমি দখল করে চলছে অবৈধ দোকান ঘর নির্মাণের মহোৎসব ।
সরেজমিনে গিয়ে দেখা যায় যে, ৪নং চররুহীতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাসিনাগো বাড়ির হাসিনা ( ওমান প্রবাসী) ব্রিজের পশ্চিম পাশে খালের উপরে এক ব্যাক্তির কাছ থেকে অবৈধ ভাবে করা দোকানটি ক্রয় করে তিনি ভাড়া দিয়েছেন, আরেক দিকে ব্রিজের পূর্ব পাশে খালের উপরে অবৈধ ভাবে দোকান নির্মাণ করার জন্য পিলার করে রেখেছে একই ওয়ার্ডের কালা গাজী বাড়ির আমিন উল্ল্যার ছেলে জসিম । অন্যদিকে নতুন বেড়ি সংলগ্ন মহাসড়কের উত্তর পাশে পানি উন্নয়ন এর জায়গা দখল করে ঘর নির্মাণে প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেন স্থানীয় আবদুল মতিনের ছেলে মিঠু,
এ বিষয়ে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি জমি দখল করে যারা অবৈধ দোকান ঘর নির্মাণ করছেন, আমরা অতি শীগ্রই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব, এবং, অবৈধ দোকানপাট গুলোকে উচ্ছেদ করার জন্য অভিযান পরিচালনা করা হবে বলে জানান।