স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বুধবার বিএসএমএমইউ আয়োজিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিতে ডা. মিলন হলরোমে আয়োজিত জুম মিটিংয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস অনুষ্ঠানে যোগ নিয়ে একথা বলেন।। তিনি বলেন, করোনায় আমাদের ২০ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গরীব মানুষ গরীব থেকে গরীব হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর দেওয়া ১৮ টি স্বাস্থ্যবিধিসহ অন্যান্য নিয়ম মেনে চললেই করোনা মহামারী পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে।
মন্ত্রী বলেন, বিশ্বের উন্নত অনেক দেশ টিকা নিতে পারেনি, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী দেশের মানুষের জীবনের নিরাপত্তার জন্য করোনা টিকা এনেছেন। যা বর্তমানে চলমান রয়েছে।