রাজধানী ঢাকার করোনায় মৃত্যুর মিছিল নিয়ে ডাক্তার ও বিশ্লেষকরা সংঙ্কিত। মৃত্যু হার ক্রমাগত বেড়ে যাবার কারন নিয়ে স্বল্প মেয়াদী গবেষণা করা হয়েছে। গবেষণায় তিনটি কারন স্থান পেয়েছে। করোনায় আক্রান্ত রোগীর যদি হৃদরোগ, ডায়বেটিস ও উচ্চরক্তচাপ থাকে, তাদের মৃত্যুর হার সবচেয়ে বেশী।
গবেষণা করে জানিয়েছেন করোনায় আক্রান্ত মানুষের মধ্যে হৃদরোগী এবং উচ্চ রক্তচাপের রোগী সহজে ফুসফুস সংক্রমিত হাতে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে বয়স, অন্যান্য উপশম। বয়স এবং হৃদরোগ, উচ্চরক্তচাপ ও ডায়বেটিস মিলে করোনা আক্রান্ত রোগীকে নিশ্চিতে মৃত্যুর দিকে ঢেলে দেয়।
হৃদরোগ উচ্চরক্তচাপ ডায়বেটিস কিডনি রোগীদের সাবধান থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।