নরসিংদী প্রতিনিধিঃ মাক্স পড়ার অভ্যাস, কোভিট মুক্ত বাংলাদেশ। এ স্লোগানকে ধারণ করে পলাশের ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের বিশেষ উদ্ধুদ্ধকরণ কমূসূচিতে সাধারন জনসাধারণের মাঝে মাক্স বিতরণ অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে ঘোড়াশাল পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, বিভিন্ন যানবাহন চালক ও জনসাধারণের মাঝে মাক্স বিতরণ করেন ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের সদস্যরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাক্স বিতরণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য সৈয়দ জাবেদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান তালুকদার, ম্যানেজিং কমিটির সদস্য মো: সফিকুল ইসলাম, স্কাউট দলের সদস্য মো: সাদ্দাম, আবু আনাফ ও রুদ্র শাহরিয়ার প্রমুখ।
এ সময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন বলেন, করোনাকালীন সময়ে বিশেষ উদ্ধুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে আজ ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের উদ্যোগে যে বিনামূল্যে মাক্স বিতরণ করছে তা এই সময়ের সবচাইতে গর্ভের। এই মহামারিতে তাদের এই সাহসী উদ্যোগকে সাধুবাদ জানাই, এদের মতো আরও সামাজিক সংগঠন আছে তাদেরকেও এধরনের উদ্যোগ গ্রহণ করলে মহামারী থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব।