আজ দুপুরে ভার্চুয়ালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম আরও বলেন, বসুন্ধরা আইসোলেশন সেন্টারের সবকিছুই সারাদেশের হাসপাতালে প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা হয়েছে। ডিএনসিসি হাসপাতাল নিয়ে ভুল তথ্য দেয়া হয়েছে। আগের স্থাপনাকে কাজে লাগিয়ে ২০০ শয্যার আইসোলেশন বেডের স্থাপনা করা হয়েছে। বর্তমান সাড়ে ১১শ বেডের ব্যবস্থা করা হয়েছে।
মহাপরিচালক বলেন, জনস্বাস্থ্য বিষয়ক অনেক বিশেষজ্ঞ রয়েছেন যারা এখনো কোনও রোগীর পাশে দাঁড়ায় নি বরং প্রতিনিয়ত টকশোতে যেয়ে বড় বড় কথা বলছেন। তারা এগুলো না করে আমাদের পাশে থাকুক এবং সহযোগীতা করুক।
তিনি বলেন, রিটায়ার্ড মানে আপনার নৈতিক কাজ বিলুপ্ত হননি। আপনারা সবাই দায়িত্ব নিয়ে কাজ করুন, দ্বায়িত্বহীনতার পরিচয় দিয়েন না।
তিনি আরও বলেন, আমরা কারো অভিযোগ মানবো না, এই মুহুর্তে আমরা দেশ ও মানুষকে নিয়ে চিন্তিত।