সম্পূর্ণ নিজস্ব খরচে আড়াই লাখ করোনা ভ্যাকসিনের ডোজ বিলি করবে গুগল। মূলত অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া দেশগুলিতেই পৌঁছে যাবে গুগলের কিনে দেওয়া ভ্যাকসিন। আন্তর্জাতিক ভ্যাকসিন প্রদানকারী সংস্থা গাভির সঙ্গে যৌথ উদ্যোগে গুগল এ কাজটি করবে।
করোনার টিকাকরণের পপ-আপ সাইট গুলির জন্যেও সম্প্রতি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে গুগল। মোট ২.৫ মিলিয়ন ডলার এক্ষেত্রে দেওয়ার কথা জানিয়েছে তারা। ভ্যাকসিন বিষয়ক পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্টে গুগলের তরফে বিজ্ঞাপনের জন্য দেওয়া হবে ২৫০ মিলিয়ন ডলার। [৫] কোথায় কোথায় করোনার ভ্যাকসিন পাওয়া যাবে এবার থেকে তা চাইলেই গুগল ম্যাপে দেখে নিতে পারবেন টিকা প্রার্থীরা। গত বছরের মার্চ মাসেও মহামারী মোকাবেলায় প্রায় ৮০০ মিলিয়ন ডলার দান করেছিল গুগল।
তবে কোভিড ভ্যাকসিন নিয়ে প্রশ্ন তুলেছে এমন ভিডিও প্রকাশ করে ইতিমধ্যে বিতর্কে জড়িয়েছে গুগলেরই ভিডিও সংস্থা ইউটিউব। গুগলের উদ্যোগে করোনা পরীক্ষার একটি প্রকল্পও ক্যালিফোর্নিয়ায় এক বছরের বেশি চলেনি।