লক্ষ্মীপুরঃ বাংলাদেশে করোনা ভাইরাসের দ্বিতীয় বার চলমান লকডাউনে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করেছেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ (সদর আংশিক ও রায়পুর) আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। লক্ষ্মীপুর জেলা আওয়ামিলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার উদ্যোগে প্রথম দফায় এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
আজ সোমবার (১৯ এপ্রিল) বিকেল ৫ টায় লক্ষ্মীপুর পৌর এলাকার ২০০ হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামিলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মোহাম্মদ মান্না, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু প্রমুখ।
এ প্রসঙ্গে জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, দেশে দ্বিতীয় দফা করোনায় দিন দিন আক্রান্ত ও মৃত্যুর মিছিল বাড়ছে। করোনার সংক্রমণ মোকাবিলায় সরকার সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। চলমান এ লকডাউনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলে মনে করি। তাই পবিত্র এ রমজানে প্রথম দফায় পৌর শহরের ২০০ হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করলাম। এবং পর্যায়ক্রমে লক্ষ্মীপুরব্যাপী ঘরবন্দী হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।
লক্ষ্মীপুর জেলা আওয়ামিলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাংলাদেশে কোন লোক না খেয়ে থাকবে না ,তারই ধারাবাহিকতায় আজ লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করা হয়।