বিশেষ প্রতিনিধি গাইবান্ধা :
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম এমপির সাথে পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লবসহ ৫ বিভাগের মেয়রদের সাথে কোভিট সংক্রমন প্রতিরোধ এবং উন্নশন কার্যক্রম নিয়ে এক ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় মাননীয় মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সরাসরি ভার্চুয়াল সভায় যোগদান করেন। পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব তার কার্যালয়ে হতে এ ভার্চুয়াল সভায় যোগ দেন ।
সভায় মাননীয় মন্ত্রী বলেন, জাতীর পিতার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এক সাথে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের সময় দেশে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। একটি বিশেষ মহল সরকারের উন্নয়ন কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। করোনাকালীন সময়ে মানুষের পাশে সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে সরকার। এসময় সকল মেয়র নিজ নিজ এলাকার উন্নয়ন সমস্যা সম্ভাবনা নিয়ে মাননীয় মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মাননীয় মন্ত্রী স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে কাজ করার অনুরোধ জানান।