করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত পুরো ভারত। প্রতিদিনই দেশটিতে ভাঙছে করোনা শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। এরই মধ্যে দিল্লির একটি হাসপাতালে অক্সিজেন সংকটে ২৫ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছে।
শুক্রবার রাতে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে এই ঘটনা ঘটে। হাসপাতালটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভিকে বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতালটির মেডিকেল ডিরেক্টর বলেন, সরকারিভাবে আমাদের এখানে বিকাল ৫টার দিকে ৩.৫ মেট্রিক টন অক্সিজেন আসার কথা ছিলো। কিন্তু মাঝরাত পেরিয়ে গেলেও অক্সিজেন হাসপাতালে এসে পৌঁছায়নি। এর মধ্যেই ২৫ জন রোগী অক্সিজেন না পেয়ে মারা যায়।