মোঃ মামুন হোসাইন, স্টাফ রিপোর্টার: পটুয়াখালীতে সারাদেশের ন্যায় অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে রোজ মঙ্গলবার (১১মার্চ) সন্ধ্যা সাতটায় শহরের বড় চৌরাস্তায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল এবং ধর্ষকের কুশপুত্তলিকা দাহ ও পাথর নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন।
এসময় গন অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মশিউর রহমান সাদ্দাম মৃধা তার বক্তব্যে সরকারকে উদ্দেশ্য করে বলেন, অনতিবিলম্বে আছিয়ার এই নির্যাতনের আসামির ফাঁশি এবং বিচারের দাবি জানান। গন অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক এম সোহেল রানা বলেন, অনতিবিলম্বে সরকার আছিয়ার ধর্ষকের আসামিকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিএবং ফাঁশির দাবি জানান।
এছাড়াও আরো সংক্ষিপ্ত বক্তব্য দেন যুগ্ম আহবায়ক এম মনসুর আহমেদ, যুগ্ম আহবায়ক উর্মি আক্তার, সদস্য এ্যাডভোকেট আবদুল্লাহ পাশা,জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির মোল্লা সহ জেলা গন অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের সবাই এই ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আসামির ফাঁশির দাবি জানান নেতৃবৃন্দ।