1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ

বিশ্ব দরবারে ফ্যাসিষ্ট ও চোর খেতাবে পরিচিত পলাতক হাসিনা : নাজিম উদ্দিন আলম ।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

মোঃ জিল্লুর রহমান আজাদ, স্টাফ রিপোর্টার: বিশ্ব দরবারে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিশ্ব চোর প্রমাণিত। পক্ষান্তরে দেশনেত্রী ও আপোষহীন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বিশ্ব দরবারে সম্মানিত হলেন। ওই মাফিয়া (শেখ হাসিনা) অন্যায়ভাবে আমাদের বিএনপি নেত্রীকে জেল খাটিয়ে চোর বানাতে গিয়ে নিজেই বিশ্ব চোর ও ফ্যাসিস্ট খেতাব নিয়ে পালিয়ে গেছেন। সম্মান দেওয়া ও অসম্মনিত করার মালিক মহান আল্লাহ। খালেদা জিয়াকে আল্লাহ সম্মানিত করেছেন।

শুক্রবার (১৪ মার্চ) চরফ্যাশন উপজেলা দুলারহাট বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

চরফ্যাসন-মনপুরা আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম এ সাবেক এমপি আরও বলেন, বর্তমান সময়ে নির্যাতিত আছিযার মৃত্যুর বিষযটি কোনোভাবেই দেশবাসী মেনে নিতে পারছেন না। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতিদ্রুত আইনের শাসন বলবৎ হবে। কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতকারীরা নানাভাবে আশকারা পাচ্ছে। বিগত ১৬ বছর দুঃশাসনে শান্তি ও সামাজিক সংহতি বিনষ্ট করা হযেেছ। দুর্বৃত্তায়নে ব্যাপক প্রসার ঘটিয়ে সমাজকে দুর্গন্ধময় করার চেষ্টা করা হয়েছে।

অন্যের জমি দখল, লুট, টাকা পাচারের মহা উৎসবের মধ্য দিয়ে নিজের সিংহাসন অটল রাখতে সব ধরনের নোংরামিকে প্রশ্রয় দিয়ে ছিলেন শেখ হাসিনা। তার শাসনের সমসময়ে চরফ্যাশনে বিএনপি ৭ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে । দেশে বেড়েছে, গুম, খুন, ধর্ষণ, নারী, শিশু নির্যাতন, বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের উপর অকথ্য নির্যাতন, রাষ্ট্র ও সমাজের এমনই বিস্তার লাভ ঘটানো হয়েছিল, যাতে সভ্য, শিষ্ট, সজ্জন মানুষের বসবাস করা বিপজ্জনক হয়ে পড়েছিল।

এই সময় দুলারহাট বিএনপির সভাপতি হাজী ফিরোজ কিবরিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আলমগীর মালতিয়া, সাবেক বিএনপির সিনিয়র সহ-সভাপতি পৌর মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ, চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্ররাফুর রহমান দিপু ফরাজী , যুবদলের সাবেক সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, চরফ্যাশন উপজেলা সাবেক শ্রমিকদল সভাপতি মীর আজাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি