স্পোর্টস ডেস্ক
চোট যেন তার নিত্য সঙ্গী। ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার নেইমার ফের পড়লেন ইনজুরিতে। বুধবার পিঠে ব্যথা নিয়ে ব্রাজিলের অনুশীলন সেশন ত্যাগ করেছেন পিএসজি তারকা। ফলে শুক্রবার বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
বলিভিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখেই টেরেসোপোলিসে অনুশীলন করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। অনুশীলনে পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করেন নেইমার। দলীয় চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, ব্যথার কারণে অনুশীলন থেকে উঠিয়ে নেয়া হয় তারকা এই ফরোয়ার্ডকে।
লাসমার জানান, নেইমারের প্রয়োজনীয় চিকিৎসা চলছে। এখনও নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে ঘরের মাঠে ম্যাচটিতে তাকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে দল।
এরই মধ্যে নেইমারকে ফিজিওথেরাপি শুরু হয়েছে। ইনজুরি কি অবস্থায় আছে তা জানার জন্য আগামী ২৪ ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। অনুশীলনে নামার আগে ফের পরীক্ষা করা হবে নেইমারকে।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে ব্রাজিল দলে একের পর এক ইনজুরি হানা দিচ্ছে। এর মধ্যে ছিটকে পড়েছেন গোলরক্ষক অ্যালিসন এবং স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস।