মোঃ আরিফুল ইসলাম মুরাদ,জেলা প্রতিনিধি, নেত্রকোনা:মিথ্যা তথ্যের ভিত্তিতে ষড়যন্ত্রের শিকার হয়ে বহিষ্কৃত মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে মোহনগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বি.এন.পিসহ জাতীয়তাবাদী সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে ১৬ই মার্চ, রোববার বেলা ১১ ঘটিকায় পৌরসভা কার্যালয়ের এ সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বি.এন.পি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ জাতীয়তাবাদী সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বি.এন.পি’র আহবায়ক সেলিম কার্ণায়েন, সদস্য সচিব টিপু সুলতান, পৌর বি.এন.পি’র আহ্বায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা যুবদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন তালুকদার জীবন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জামিউল ইসলাম রাকিব, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল রানা, পৌর ছাত্র দলের আহবায়ক নাজমুস সাদী চৌধুরী অপু প্রমুখ।
বক্তারা বলেন, মিথ্যা তথ্যের ভিত্তিতে মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনকে বহিষ্কার করা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত কতটুকু সঠিক তা পুনরায় যাচাই করে দেখে খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। খোকন দলের দুর্দিনের একজন ত্যাগী যুবনেতা। তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলে ফিরিয়ে আনার দাবি জানান।
খোকন জাতীয়তাবাদী পরিবারের একজন পরিক্ষিত ও ত্যাগী জিয়ার সৈনিক। গত ১৭ বছরে সে অনেক হামলা মামলা ও হয়রানির শিকার হয়েছে।
এখন দলে অনুপ্রবেশকারী আওয়ামী দালাল জসিম উদ্দিন এর মিথ্যা অভিযোগে খোকনের প্রতি অবিচার করা ঠিক হবে না। এ বহিষ্কারাদেশ অবিলম্বে তুলে না নিলে মোহনগঞ্জ যুবদল আরও কঠিন কর্মসূচি পালন করতে প্রস্তুত।