1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

শেরপুরে আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ, পিকআপ সহ আটক( ১)

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া গ্রামে ১৬ মার্চ রোববার ভোর ৬টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদসহ মোঃ আনিছ(৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ আনিছ শেরপুর জেলার সদর উপজেলার নন্দীর বাজার গ্রামের মৃত. কাশেম আলীর ছেলে।

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম, উপ-সহকারি পরিদর্শক (এএসআই) শাজাহান, মেহেদী হাসান, মমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রোববার ভোর ৬টার দিকে নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া গ্রামে নির্মাণধীন হযরত মেম্বারের বাড়ির সম্মুখ পাকা সড়কে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারি মোঃ আনিছকে মিনি পিকআপ সহ আটক করে। পরে তার কাছ থেকে ৬০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা।

এব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি