1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

তরমুজের পর এবার কাঁঠালও বিক্রি হচ্ছে কেজি দরে!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

‘জিন্দেগিতে কখনো কাঁঠাল কেজি দরে বিক্রি করতে দেখি নাই। এত দামে কিনে খাওয়ার তো ক্ষমতা নাই’

তরমুজ পিস হিসেবে কিনে কেজিতে বিক্রি নিয়ে যখন সারাদেশে তোলপাড়, তখন নতুন খবর এল শেরপুর জেলা শহরের খরমপুরে জাতীয় ফল কাঁঠালও বিক্রি হচ্ছে কেজি দরে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে শেরপুর জেলা শহরের খরমপুরে দেখা গেছে এ চিত্র।

বিক্রেতারা বলছেন, এই সময়ে কাঁঠাল পাওয়া যায় না। তাই মানুষ বেশি দামেই কিনছে। ক্রেতার চাহিদা থাকায় তারা কেজিতে বিক্রি করছেন বলে জানান তিনি। বড় কাঁঠালগুলো প্রতি কেজি বিক্রি করা হচ্ছে ১৫০ টাকা। আর ছোট ছোট প্রতি পিস কাঁঠাল ৭০০ থেকে ৮০০ টাকা দাম চাওয়া হচ্ছে।

কাঁঠাল বিক্রেতা আনার আলী জানান, ৫০টি কাঁঠাল এনেছিলেন। এর মধ্যে ৪৩টি কাঁঠাল কেজি দরে বিক্রি করেছেন। এখন আর মাত্র ৭টি কাঁঠাল আছে। পাবলিক না কিনে কই যাব, এই সময়ে কাঁঠাল পাব কই?

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নজরে আনা হলে শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরিফুল ইসলাম এ বিষয়ে গণমাধ্যমকে জানান, আমি শেরপুর-জামালপুর জেলার দায়িত্বে আছি। সপ্তাহে দুই দিন শেরপুরে অফিস করি। বুধবারই শেরপুর শহরে অভিযান চালানো হবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি