জনগনের আশা আকাংখা ও প্রত্যাশা পুরুনে বিগত দিনে সাপ্তাহিক গনপ্রহরী বলিষ্ট নির্ভীক ভূমিকা পালন করেছে সাপ্তাহিক গনপ্রহরীর পত্রিকার ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তরা। সাপ্তাহিক গনপ্রহরীর ৪১ তম প্রতিষ্ঠাবাষিকী এ উপলক্ষে আজ পহেলা মে শনিবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে প্রধান সম্পাদক এসকে মজিদ মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও প্রবীন সাংবাদিক গোবিন্দলাল দাস। বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিটের দায়িত্ব প্রাপ্ত কমান্ডার ওয়াশিকার ইকবাল মাজু, সদর উপজেলা কমান্ডার আলি আকবর মিয়া, চেম্বারের সাবেক সভাপতি মাকছুদার রহমান শাহান, গাইবান্ধা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম। সভায় আরো বক্তব্য রাখেন, গনপ্রহরীর সম্পাদক ফাতেমা মজিদ, সাবেক নির্বাহী সম্পাদক ও করতোয়া জেলা প্রতিনিধি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, গনপ্রহরীর সাবেক প্রধান সহকারী সম্পাদক আবেদুর রহমান স্বপন, সাবেক স্টাফ রিপোর্টার ও দৈনিক জনসংকেত প্রত্রিকার সম্পাদক দীপক কুমার পাল, সাবেক বার্তা সম্পাদক শামিম উল হক শাহীন, সাবেক নির্বাহী সম্পাদক ফেরদৌস জুয়েল, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বদরুল আলম বাবু, বিশিষ্ট সমাজ সেবক এসএম মাহবুব উল হক ভানু, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সাংবাদিক উত্তম কুমার সরকার প্রমুখ।
বক্তারা বলেন, জনগনের আশা আকাংখা ও প্রত্যাশা পুরুনে বিগত দিনে সাপ্তাহিক গনপ্রহরী বলিষ্ট নির্ভীক ভূমিকা পালন করেছে। আগামীতেও সেই ভূমিকা অব্যাহত থাকবে। বক্তারা অবিলম্বে গাইবান্ধা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বালাসী বাহাদুরাবাদ ঘাটের মধ্যে ট্যানেল নির্মান, রেল যোগাযোগ উন্নয়নের মাধ্যমে গাইবান্ধা বগুড়া সারিয়াকান্দি হয়ে সিরাজগঞ্জের যমুনা সেতু পর্যন্ত রেল পথ নির্মান, গাইবান্ধা বালাসী ও নিকটবর্তী জায়গায় পর্যন্টন কেন্দ্র স্থাপন ও তেলে ডিপু নির্মান এবং গোবিন্দগঞ্জে অর্থনৈতিক জোন দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবি জানানো হয়। বক্তারা গাইবান্ধার উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে বলিষ্ট ভূমিকা পালন করার আহবান জানান। এছাড়া করোনা কালীন সময়ে সকল সাংবাদিককে প্রনোদনা প্রদানের জন্য সংশ্লিষ্ট দৃষ্টি আকর্ষণ করা হয়। এদিকে করোনা নিয়ন্ত্রনে স্বাস্থ্য বিধি মেনে সরকারের নির্দেশনা বাস্তবায়নে আহবান জানানো হয়।