শেরপুরঃ সড়কে দূর্ঘটনা এড়াতে বিশেষ উদ্যেগ গ্রহন করেছে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ। এখন বোর মৌসুম। চারদিকে ধান কাটার ধুম।
এই ধান কাটার পর মাড়াই ও ধান ও খড় শুকাতে ব্যস্ত হয়ে পাড়ে কৃষকরা। আর এসবের জন্য বেছে নেওয়া হয় প্রধান সড়ক। যানবাহন চলাচল অত্যন্ত ঝুকিঁপূর্ন বিধায় প্রতিবন্ধকতার সৃস্টি হয়। যার কারনে প্রতিনিয়তই দূর্ঘটনার স্বীকার হন জনসাধারণসহ বিভিন্ন যানবাহন।
এই দূর্ঘটনা এড়াতেই ঝিনাইগাতীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে এসব কাজে যারা রাস্তাকে বেছে নিয়েছেন তাদের সচেতন করেন এবং নিজেও সরিয়ে দিচ্ছেন। এ উদ্যেগকে স্বাগত জানিয়ে পুরো জেলায় বাস্তবায়নের জন্য দাবী জানান স্থানীরা।