টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর শতাধিক এলাকা। শহরের প্রধান প্রধান সড়কে হাঁটু পানি জমেছে। এছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকাসহ শহরতলীর বিভিন্ন এলাকার অলিগলি জলমগ্ন হয়ে পড়েছে।
রবিবার রাতে নারায়ণগঞ্জ নগরীসহ বিভিন্ন এলাকায় জলমগ্ন অবস্থা দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, রবিবার রাত সাড় ৯টা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত টানা মুষলধারে বৃষ্টির কারণে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক পানির নিচে তলিয়ে যায়। শহরের আশপাশের এলাকাসহ অলিগলিতে হাঁটু সমান পানি জমে রয়েছে। অনেক এলাকায় কোমর পানি। মহল্লার রাস্তাসহ অলিগলিতে মানুষ পানি বেয়ে চলাচল করছে।
চাষাড়ার বাসিন্দা হক প্লাজার সিকিউরিটি রফিক বলেন, রাস্তায় হাঁটু পানি। পরে বাসায় জুতা রেখে পানি পেরিয়ে দোকান গিয়েছি। ড্রেন নিষ্কাশন না করার ফলে বৃষ্টি হলেই রাস্তা পানির নিচে তলিয়ে যায়।