1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

ভুয়া সিম ও এনআইডি তৈরি ৩ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মার্চ, ২০২৫

রনি:- ময়মনসিংহ: গত ২০ মার্চ রাত ২২.০৫ ঘটিকায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ শফিকুল ইসলাম খান এর নির্দেশনা বিশেষ অভিযানে পরিচালনা করেছেন এসআই (নিঃ) মোহাম্মদ সাদ্দাম সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় রাতে মোবাইল-২ ডিউটি করাকালিন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েক জন প্রতারক ব্যক্তি গোহাইলকান্দি এলাকায় তথ্য প্রযুক্তির মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে মানুষের আঙ্গুলের ছাপ ব্যবহার করে মোবাইল সীম রেজিষ্ট্রেশন করে অসৎ উদ্দেশ্য অন্যত্র বিক্রি করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে বাদী সংগীয় অফিসার ও ফোর্স সহ ২০ মার্চ রাত ২২.৫০ ঘটিকার সময় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন বন্ধু মহল, বাসা নং- ৩৩/২/এ তিনকোনা পুকুরপাড়, গোহাইলকান্দি জনৈক হাফিজুল ইসলাম প্রিন্স এর বসবাসরত রুমের ভিতর হইতে আসামী ১। হাফিজুল ইসলাম প্রিন্স (২৯) নামে একজন প্রতারক কে গ্রেফতার করে এবং তার দেখানো ও স্বীকারোক্তি মতে ২১ মার্চ রাত ১.১০ মিনিটে আসামী ২। আজিজুল হক (২৪) ও ৩| তানভীর রহমান কাব্য (২৬) নামে দুই জন প্রতারক কে গ্রেফতার করা হয় এবং তাহাদের হেফাজত হতে আলামত হিসেবে (১) ০১টি সিলভার রংয়ের ল্যাপটপ, (মডেল Aspire 315)যাহার মূল্য অনুমান ৬০,০০০/-টাকা (২) একটি ১+ মোবাইল সেট, (৩) Tech NOVA নামাক রাবার পরিষ্কার করার ক্যেমিক্যাল (দুই) বোতল (৪) ফিঙ্গার হিটার মেশিন ০৩টি যাহার ৪৫,০০০/- টাকা (৫) ০৮টি ফিঙ্গার বায়োমেট্রিক স্ক্যানার, যাহার সর্বমোট মূল্য ১২,০০০/-টাকা এবং ২য় জব্দ তালিকা মূলে জব্দকৃত আলামত (১) কালো রংয়ের ০১ টি অপবৎ ল্যাপটপ,যাহার মূল্য অনুমান ৪০,০০০/- টাকা (২) সিলভার কালারের একটি HP ব্যান্ডের ল্যাপটপ যাহার মূল্য অনুমান ৫৫,০০০/- টাকা (৩) ব্লু রংয়ের ০১টি Vivo মোবাইল ফোনসেট, (৪) Redmi ব্যান্ডের ০১টি মোবাইল সেট, (৫) TECNO BG7 মডেলের ০১টি মোবাইল ফোন,, (৬) TECNO SPARK মডেলের ০১টি মোবাইল ফোন, (৭) SYMPHONY V-135 মডেলের একটি মোবাইল ফোন, (৮) ব্লু-রংয়ের benco মডেলের একটি মোবাইল ফোন। (৯) বায়োমেট্রিক ফিঙ্গার স্ক্যানার ০৮ টি, যাহার মূল্য ১২,০০০/- টাকা, (১০) গ্রামীন সীমের স্টিকার ২৫০পিস, (১১) ফিঙ্গার ছাপা যুক্ত নেগেটিভ ৩০ পিস (১২) ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করার রাবার টুকরা ২০০ পিস, (১৩) ফিঙ্গার প্রিন্ট ব্যবহর করার বাবার ১০ পিস, (১৪) গ্রামীন সীম (Skitto 4G) লিখা ৩০০পিস (১৫) ফিঙ্গার প্রিন্ট এর রাবার প্লেট ০৮ পিস, (১৭) ০১টি ধারালো কাঁচি সহ এ কাজে ব্যবহৃত আরো কিছু সরঞ্জামাদি।প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রেস রিলিজ পড়ে শুনান ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম খান। তিনি বলেন এই প্রতারক চক্রের সাথে যারা জড়িত তাদের সনাক্ত ও গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আসামীদের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি