মমতা টুইট করেছেন, ‘পশ্চিমবঙ্গের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমি কেন্দ্রের ধারাবাহিক সহায়তার প্রতীক্ষায় রয়েছি। আমি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। আশা করি যৌথভাবে মহামারি মোকাবিলা করে কেন্দ্র-রাজ্য সম্পর্কের নতুন নজির তৈরি করতে পারব।’
ভোটের ফলাফল আসার পর ২ মে মোদি টুইট করেন, ‘মমতা দিদিকে পশ্চিমবঙ্গে তার দল তৃণমূল কংগ্রেসের জয়ের জন্য অভিনন্দন। কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে জনগণের প্রত্যাশা ও মহামারি থেকে বের হয়ে আসতে সব ধরনের সম্ভাব্য সহযোগিতা দিয়ে যাবে।’
বিধানসভা নির্বাচনে হারার পর বিজেপি প্রধান জে পি নাড্ডার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুললেও বুধবার মমতা মোদির গত ২ মে করা টুইটটি ট্যাগ করে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।