ফেনী : ফেনীস্থ র্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক, কোম্পানী অধিনায়ক মোঃ মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেমুহনী বাজারস্থ ফেনী জেলা ট্রাক্টর ড্রাইভার কল্যান সমবায় সমিতি লিমিটেড এর পাশে এনায়েত উল্লাহ মুন্না এর ডিঙ্গি ডট নেট ফেনী অফিস রুমে মাদক বিক্রি করে।
উক্ত সংবাদের ভিত্তিতে ৬ মে রাতে র্যাব-৭, ফেনী ক্যাম্প এর একটি আভিযানিক দল উপস্থিতি টের পেয়ে মাত্র দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ এনায়েত উল্লাহ মুন্না (৩৪), আটক করে। সে পাঁচগাছিয়া গ্রামের মোঃ মুছা মিয়ার ছেলে।
এ সময় তার অফিস রুম টেবিলের নীচে কার্টুনের মধ্যে ১ টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুন্না জিজ্ঞাসাবাদে আরো জানায়, সে দীর্ঘদিন যাবৎ মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।