আন্তর্জাতিক ডেস্ক
রাজ্য সরকারের অর্থে পরিচালিত সকল মাদরাসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারতের আসাম সরকার। রাজ্যের শিক্ষা ও অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক ঘোষণায় জানান, জনগণের করের টাকায় ধর্মীয় শিক্ষা দিতে প্রস্তুত নয় তার সরকার। রাজ্যের এ সিদ্ধান্ত সংস্কৃত টোলগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে।
এক সংবাদ সম্মেলনে বিশ্বশর্মা বলেন, সরকারি টাকায় কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আর চলবে না। নভেম্বরে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করব আমরা। তবে বেসরকারি মাদরাসা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই।
রাজ্য সরকারের তথ্য অনুযায়ী আসামে মোট ৬১৪ টি সরকারি মাদরাসা চলছে। এর মধ্যে ৫৭টি মেয়েদের, ৩টি ছেলেদের, ৫৫৪টি যৌথ শিক্ষার। এর মধ্যে ১৩টি উর্দু ভাষায় শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি রাজ্যে মোট ১০০০ সংস্কৃত টোল রয়েছে। তবে এর মধ্যে সরকারি অনুদানে চলে ১০০টি। আসামে বেসরকারি মাদরাসা রয়েছে প্রায় ৯০০।
এর আগে গত ফেব্রুয়ারিতে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন, ‘কোনো ধর্মনিরপেক্ষ দেশে সরকারের অর্থে ধর্মীয় শিক্ষা কার্যক্রম চলতে পারে না। শীঘ্রই সরকারি ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করা হবে’। এবার সেই সিদ্ধান্তই বাস্তবায়নের পথে।