1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক পদযাত্রায় পুলিশের বাধা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

এক যুগে প্রশিক্ষণ পেল ৫৭০৪ জন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

জামিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, (নাটোর জেলা ) :নাটোরে এক যুগ ধরে যুব প্রশিক্ষণ কেন্দ্র ৫৭০৪ জন নারী ও পুরুষের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করেছে নাটোর যুব উন্নয়ন অধিদপ্তর। প্রশিক্ষণের পর বহু মানুষ এখন উদ্যোক্তা। তাদের খামারে অনেকের কর্মসংস্থান হয়েছে। সফল উদ্যোক্তাদের দেখে বেকার যুব নারী-পুরুষ প্রশিক্ষণ নিতে উদ্বুদ্ধ হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে লালপুরে অবস্থিত নাটোর যুব উন্নয়ন প্রশিক্ষণ অধিদপ্তরের কো-অর্ডিনেটর ইকবাল মাহামুদের সভাপতিত্বে ১২৫তম প্রশিক্ষণ ব্যাচের তিন মাস মেয়াদি ৬০ জন যুব নারী-পুরুষকে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।

সনদ বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষক মো. আব্দুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, যুব প্রশিক্ষণ কেন্দ্রের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার গুলনাহারসহ প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষার্থীরা।

প্রশিক্ষণকেন্দ্রের কো-অর্ডিনেটর ইকবাল মাহামুদ বলেন, বেকার যুব নারী-পুরুষের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০১৩ সাল থেকে প্রশিক্ষণ দিয়ে আসছে নাটোর যুব উন্নয়ন অধিদপ্তর। এই প্রশিক্ষণ কেন্দ্রে এ পর্যন্ত ১২৫টি ব্যাচে মোট ৫ হাজার ৭০৪ জন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর মধ্যে ৪ হাজার ৮৯০ জন পুরুষ ও ৮১৪ জন নারী। চলতি ব্যাচে ৫ জন নারী প্রশিক্ষণার্থীসহ মোট ৬০ জনের মধ্যে তিন মাস মেয়াদি গবাদি পশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

মঞ্জু আহমেদ রয়েল জানান, কৃষি ডিপ্লোমা শেষে চাকরির পিছে না ছুটে নাটোর যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে ২০১৩ সালে প্রশিক্ষণ নিয়ে মাছ চাষ ও গবাদি পশু পালন করে ১২ জন বেকার যুবকের কর্মসংস্থানের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলেছি। বর্তমানে আমার ৪টি পুকুর ও ৫টি মৌসুমি পুকুরে মাছ চাষের পাশাপাশি উন্নত জাতের ১৪টি গরু পালন করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি