পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩০৫ জন আহত হয়েছে। ফিলিস্তিনে রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আজ সোমবার আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।
আল জাজিরা আরও জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ২২৮ জনকে পূর্ব জেরুজালেমের ৩টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার সকালে মসজিদ প্রাঙ্গণে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তারা রাবাট বুলেট, টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং ফিলিস্তিনি মুসল্লিদের ওপর শব্দ বোমার ব্যবহার করে।
এদিকে বিবিসি অনলাইন জানিয়েছে, ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে আহতদের সংখ্যা ২০০ এর বেশি। ইসরায়েলি বাহিনী স্টেন গ্রেনেড নিক্ষেপ করে এবং জবাবে পাথর ছুড়ে ফিলিস্তিনিরা।
ইসরায়েলি সেনাবাহিনীর বেতারে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর ২১ জন সদস্য আহত হয়েছে।