পৃথিবীব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পরায় লকডাউনের প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশ মানবিকতার দৃষ্টি নিয়ে করোনায় আক্রান্তদের পাশে দাড়ালেও পুলিশ বিভাগের অভ্যন্তরীণ মিটিং সেমিনার বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় এপ্রিল/২১ খ্রিঃ মাসের রংপুর রেন্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ ২৩ মে ২০২১ খ্রিঃ সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
উক্ত কনফারেন্সের সভাপতিত্ব করেন রংপুর রেন্জের সুযোগ্য ডিআইজি, জনাব দেবদাস ভট্টাচার্য। তার সাথে রংপুর রেন্জের ৮ জেলার পুলিশ সুপার গন স্ব- স্ব অফিস থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন। সভার শুরুতেই এপ্রিল/২১ মাসের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত বিভিন্ন পর্য়ায়ের পুলিশ অফিসারদের হাতে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের মাধ্যমে পুরষ্কার তুলে দেন রংপুর রেন্জের ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য মহোদয়।
রংপুর বিভাগের ৬১ টি থানার মধ্যে গত এপ্রিল/২১ মাসের শ্রেষ্ঠ থানার অফিসার ইনচার্জ,একেএম মেহেদী হাসান এবং শ্রেষ্ঠ এসআই হিসাবে গোবিন্দগঞ্জ থানার এসআই আকতার হোসেন নির্বাচিত হলে তাদের পক্ষে পুরষ্কার গ্রহণ করেন গাইবান্ধার সন্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
উল্লেখ্য যে, অফিসার ইনচার্জ একেএম মেহেদী ইতিপূর্বে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ হিসাবে কর্মরত থাকা অবস্থায় সেপ্টেম্বর/১৪, গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ হিসাবে মে/১৬, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসাবে অক্টোবর/১৮, ডিসেম্বর/১৮, আগষ্ট/১৯, মে/২০ এবং এপ্রিল/২১ সহ মোট ৭ বারের জন্য এ গৌরব অর্জন করেন।