করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেড় মাসেরও বেশি সময় বন্ধ ছিল দূরপাল্লার গণপরিবহন। নিষেধাজ্ঞা শেষে সরকারের দেওয়া শর্ত মেনে আজ থেকে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। বাস চলাচল শুরু হওয়ায় সোমবার (২৪ মে) সকাল থেকেই কাউন্টারগুলোতে ভিড় জমানো শুরু করেছেন যাত্রীরা। অর্ধেক আসন ফাঁকা রেখে নির্দিষ্ট সময়ে গন্তব্যের উদ্দেশে ছুটছে যাত্রীবাহী বাসগুলো।
রাজধানীর আব্দুল্লাহপুরের বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপও বাড়ছে। যাত্রীদের অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছাড়ছেন। কেউ অনলাইনে আবার কেউ সরাসরি কাউন্টারে এসে টিকিট কাটছেন। ৬০ শতাংশ বেশি ভাড়ায় টিকিট কাটছেন যাত্রীরা।
আব্দুল্লাহপুর থেকে টাঙ্গাইল, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুরে বাস চলাচল করছে। এছাড়াও খুলনা, ফুলতলা, পিরোজপুর, গোপালগঞ্জ, নরসিংদী, সিলেট, ময়মনসিংহসহ বিভিন্ন এলাকার যাত্রীরা এসব কাউন্টার থেকে গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন।
ন্যাশনাল ট্রাভেলস কাউন্টারের দায়িত্বে থাকা আসিফ ঢাকা পোস্টকে জানান, সকাল থেকেই যাত্রীদের ভিড় আছে। ধীরে ধীরে চাপ আরও বাড়বে। সরকারের দেওয়া সব নিয়ম মেনেই বাস চলাচল করছে।