দেশে ১০ মাসে কালো থেকে সাদা হয়েছে ১২ হাজার কোটি টাকা করোনা কালেও দৌরাত্ম্য কমেনি কালো টাকার। দশ হাজারের বেশি করদাতা টাকা সাদা করেছেন গেল ১০ মাসে। এতে ১ হাজার ৪০০ কোটি টাকার বেশি রাজস্ব পেয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৭ মে) এক প্রতিবেদনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, অনেক সময় অপ্রদর্শিত টাকা বাজারে চলে আসে। এসব টাকাকে যদি মূলধারার খাতে নিয়ে না আসেন তাহলে যথাযথভাবে ট্রিটমেন্ট পাবে না।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি রিজওয়ান রহমান বলেন, এবারের বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে। কিন্তু এতে ব্যবসায়ীরাই বৈষম্যের শিকার হয়। এজন্য আমরা কালো টাকা সাদা করার সুযোগকে সমর্থন করি না। এভাবে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।