করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আরও এক সপ্তাহ বাড়ছে চলমান সীমিত পর্যায়ের ‘লকডাউন’। রবিবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও আরও অন্তত দুই সপ্তাহ চলমান বিধি-নিষেধ বহাল রাখার পক্ষে মত দিলেও প্রাথমিকভাবে এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, পূর্বঘোষণা অনুযায়ী চলমান সীমিত পর্যায়ের লকডাউন আজ রবিবার রাত ১২টায় শেষ হচ্ছে।