যশোর জেলার শার্শার কোদলা নদীর উপর ব্রীজটি মেরামত জরুরী হয়ে পড়েছে । দীর্ঘ দিন যাবত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে । বৃহত্তর বাজার ও উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম স্থান নাভারণকে কেন্দ্র করে রাস্তাটি যশোর-বেনাপোল মহাসড়কের সঙ্গে সরাসরি যুক্ত থাকায় বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হল এটি। অথচ রাস্তাটিতে শুধু এ ধসে যাওয়া সেতুর জন্য চলাচল প্রায় বন্ধের পথে। ভারি যানবাহন অনেক আগেই নিষিদ্ধ করা হয়েছে। নিরুপায় এলাকাবাসী কর্তৃপক্ষের সুদৃষ্টি না পেয়ে ব্রিজে কাঠ ও বাঁশ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কোনোরকম পারাপার হচ্ছেন। ইতোমধ্যে একাধিক দুর্ঘটনায় অনেকে গুরুতর আহত হয়েছেন। কদিন আগেও একটা ভ্যান সেতু থেকে বেতনা নদীতে পড়ে গেছে। এমন ঘটনা প্রায়ই ঘটছে। লোকমুখে শুনেছি: কর্তৃপক্ষ নাকি কাজ শুরুর আশ্বাস দিয়েছে। কিন্তু কাজের অগ্রগতি একদম শূন্য। কবে নাগাদ কাজ শুরু হবে, নেই তার কোনো সুনির্দিষ্ট রূপরেখা। একই রাস্তার কাজিরবেড় গ্রামে আরেকটি সেতুও প্রায় অকেজো হয়ে পড়েছে। কয়েক মাস আগে সেখানে নামেমাত্র কিছুটা সংস্কার করা হলেও সেটি এখন প্রায় নষ্ট হওয়ার পথে। সব মিলিয়ে এ রাস্তার অন্তর্গত বিশটিরও বেশি গ্রামের মানুষ ও অন্যান্য পথযাত্রী পড়েছেন চরম ভোগান্তিতে।
তাই জনসাধারণের মর্মান্তিক ভোগান্তির কথা বিবেচনা করে দ্রুততর সময়ে নতুন সেতু নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।