গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড়ে নির্মাণাধীন ট্রাফিক পুলিশ বক্সের তৃতীয় তলায় বৈদ্যুতিক তারে জড়িয়ে ফয়সাল মামুন নামে এক ট্রাফিক পুলিশ সার্জেন্টের মর্মান্তিক মৃত্যু হয়েছে।পুলিশ সুত্রে জানায় যায়, গাইবান্ধা জেলা ট্রাফিক পুলিশে কর্মরত সার্জেন্ট ফয়সাল মামুন সারা দিনের ডিউটি শেষে পুরাতন জেলখানা মোড়ে নির্মাণাধীন ট্রাফিক পুলিশ বক্সে ফেরেন । হঠাৎ মোবাইলে কল আসলে সে কথা বলতে বলতে নির্মাণাধীন ট্রাফিক পুলিশ বক্সের ৩য় তলায় উঠেন। নির্মাণাধীন তৃতীয় তলার পাশ দিয়ে যাওয়া ৩৩হাজার ভোল্ট এর বৈদ্যুতিক তারে অসাবধানত অবস্থায় হাত লাগালে তিনি বিদ্যুৎ স্পষ্ট হয়ে ঘটানা স্থলে মৃত্যু বরণ করেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। পরে ফায়ার সার্ভিস একটি চৌকস টিম লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতা পাঠান।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক ইনচার্জ (টিআই) নূর আলম সিদ্দিক বলেন, নিহত ফয়সাল মামুন দিনাজপুর সদরের বাসিন্দা। ২০১৭ সালে ট্রাফিক সার্জেন্ট হিসেবে ট্রাফিক পুলিশে যোগদান করেন। করোনাকালীন সম্মুখযোদ্ধা হিসেবে তিনি দুই বার করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার আড়াই মাস বয়সী এক মেয়ে সন্তান রয়েছে।
মামুনের এ মর্মান্তিক মৃত্যুতে গাইবান্ধা জেলা পুলিশ গভীর শোক প্রকাশ করছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।