তথ্য প্রযু্ক্তি ডেস্ক
স্মার্টফোন ব্র্যান্ড অপো গত বুধবার (৮ অক্টোবর) অপো এফ১৭ স্মার্টফোন ও ওয়্যারলেস স্টেরিও অপো এনকো ডাব্লিউ৫১ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে ডিভাইস দু’টির প্রি-অর্ডার শুরু হয়েছে। অপো এফ১৭-এর দাম ২২ হাজার ৯৯০ টাকা।
অন্যদিকে, অপো এনকো ডব্লিউ৫১ ডিভাইসটির দাম ৭ হাজার ৯৯০ টাকা। ১৪ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে ডিভাইসগুলো অফলাইন ও অনলাইনে বিক্রি শুরু করবে অপো। প্রি-অর্ডার করলে গ্রাহকরা পাবেন অপোর গিফট বক্স।
লাকি অরেঞ্জ অপো এফ১৭ ডিভাইসটিতে রয়েছে ৬ দশমিক ৪৪ ইঞ্চি ২৪০০ বাই ১০৮০ এফএইচডি+ ডিসপ্লে ও আল্ট্রা ওয়াইড কোয়াড ক্যামেরা, যাতে আছে ১৬ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ও ছবি তোলার জন্য রয়েছে ২ মেগাপিক্সেলের দুটি মনো ক্যামেরা। ডিভাইসটির ব্যাটারি ৪০১৫ মিলিঅ্যাম্পিয়ার। দ্রুত গতিতে চার্জের জন্য থাকছে ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০।
ডিভাইসটিতে আরও আছে ৮ গিগা এলপিডিডিআর৪এক্স র্যাম, স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেট ও ১২৮ গিগাবাইটের ইউএফএস ২.১ ইন্টারনাল স্টোরেজ।
এফ১৭ স্মার্টফোনের পাশাপাশি প্রতিষ্ঠানটি হাইব্রিড অ্যাক্টিভ ক্যান্সেলেশন, ট্রিপল মাইক্রোফোন নিয়ে ক্যান্সেলেশনে মিউজিক উপভোগ ও ফোনে কথা বলার জন্য অপো এনকো ডব্লিউ৫১ নিয়ে এসেছে।