নোয়াখালীঃ নোয়াখালী পৌরসভা ০৩নং ওয়ার্ড লক্ষীনারায়ণপুর পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত নোয়াখালী সেল্টেমেন্টের অফিস (খতিয়ান) কচিমিয়ার বিল্ডিংকে গিরে কয়েক দালাল বেঁধ করে দৌতলা ওঠবার সাদ্ধ কার সে অসাদ্ধ সাধন করে উপরে যাবেন।
স্বাক্ষাৎ হবে বন্ধ কেচি গেইটের সাথে দাঁড়িয়ে থেকে পায়ে শিকর গাজাবে গোলা পাঠিয়ে যাবে । এই অপরিচিত গোলার উত্তর দিতে খয়িতান অফিসের কেহ আসবে না। দীর্ঘ সময়ের পর অফিসের একজন ফারুক নামের পিয়ন আসবে কি হয়েছে? গরম হয়ে বলবেন রের্কড কিপার নাই। কখন আসবে তাও জানি না, আলমারীর চাবি আনে নাই, খতিয়ান দিতে অনেক সময় লাগবে, এই টাইপে রেড়িমেট উত্তরে খতিয়ান নিতে আসা লোকজন বাধ্য হয়ে দালালদের কাছে ধরনা দিতে হয়। দালালরা সেই কঠিন কাজটি সহজে করে পেলে টাকার বিনিময়ে ১০-১৫ মিনিটের মাধ্যমে । কেচিগেইটের ভিতরে থাকা রেকর্ড কিপার ও অফিসারগণ এবার হাসি মুখে উন্নত সেবা প্রদান করবেন ।
উক্ত দালালদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যও সাধারণ মানুষের হয়রানি বন্ধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া মত যেন কেহ নেই।