করোনা ভাইরাস সংক্রমণের কারণে চলমান ‘লকডাউন’ বা বিধি-নিষেধ আগামী ১৬ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ ঘোষণা অনুযায়ী চলমান বিধিনিষেধ আজ রোববার শেষ হচ্ছে। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় তা আরেক দফা বাড়িয়ে ১৬ জুন পর্যন্ত করা হয়েছে।
আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। চলমান বিধিনিষেধে অর্ধেক যাত্রী নিয়ে সব ধরনের গণপরিবহন চলতে পারছে।হোটেলেও বসে গ্রাহক খেতে পারছেন । জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসও খোলা। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।