ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়। গতকাল রোববার জেলা কালেক্টরেট চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্যদেন. অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ, অতিরিক্ত পুলিশ সুপার মো: মোশফেকুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরা প্রমুখ। সভায় জেলা রেজিষ্ট্রার, উপজেলা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা বুথ ও হেল্পডেস্ক উদ্বোধন করা হয়।
সভায় জানানো হয়,সেবা সপ্তাহে অনলাইনে হোল্ডিং আপলোড কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, অর্পিত সম্পত্তির লীজমানি আদায়, খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন গ্রহন করা হবে। জনসাধারণকে সেবা গ্রহনের জন্য জানানো হয়।