গত ৬ /০৬/২০২১ ইং রবিবার সকালে বগুড়ার দত্তবাড়ী এলাকায় গোলাম মোস্তফার বাসা থেকে এ লাশ উদ্ধার করে থানায় একটি ইউডি মামলা দায়ের করে। ময়নাতদন্ত শেষে রাতে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন বগুড়া ফুলবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ সুজন মিয়া।
এদিকে এলিজার মৃত্যুর খবরে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়।এলাকাবাসী ও পরিবারে দাবী এলিজার সাথে খারাপ কিছু করে খুন করা হয়েছে।
নিহত এলিজার পরিবারের সদস্যরা জানায়, আমাদের পরিবারে অভাব টনটনে কারণে ১০ বছর বয়সে এলাকার জামাই বগুড়ার দত্তবাড়ী গোলাম মোস্তফার বাসায় কাজে পাঠিয়ে দেয় অভিভাবকরা। বছরে দুই বার করে এলিজা বাড়িতে আসলেও গত এক বছরে তাকে বাড়িতে আসতে দেয়নি বাসা মালিক। মাঝে মাঝে মোবাইল ফোনে কথা হতো সীমিত সময় ধরে।এরি ধারাবাহিকতায় গত(৫ জুন) শনিবার রাতে এলিজা বাড়িতে মা বাবার নিকট ফোন দিলে তা রিসিভ করে তার ৮ বছরের ভাগিনা। ভাগিনা তার মায়ের নিকট ফোন দিলে অপরপ্রান্তে থেকে এলিজার কান্নার আওয়াজ শুনতে পায় ও ফোন কেটে যায় বলে তার বড় বোন জানায়। পরবর্তীতে ৬ জুন সকালে তাদের নিকট খবর আসে এলিজা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
এলিজার পরিবারের মা, বোনদের অভিযোগ বাসা মালিক গোলাম মোস্তফার ছেলে গোলাম রব্বানী জাকির(২২) এলিজার সাথে খারাপ কোন কিছু করেছে । এ কারনেই এলিজার সাথে আমাদের কারো সাথে দেখা করতে কিংবা মোবাইলে বেশী কথা বলতে দেয়নি। সম্প্রতি আমরা এলিজার বিয়ে ঠিক করেছিলাম।তাই মেয়েকে আমরা বাড়িতে নিয়ে আসবো বলে বাসা মালিককে জানিয়ে ছিলাম।তাই এলিজার সাথে গোপন সম্পর্কের বিষয়টি ফাঁস হতে পারে বলে জাকির তাকে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলে রেখেছে বলে তাদের দাবী। এদিকে এলিজার বাবা যাতে মামলা না করে সে জন্য বিবাদী মোটা অংকের টাকা দিতে চাইছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।এলিজার লাশ বাড়িতে পৌঁছার পর এলাকাবাসী ও পাড়া প্রতিবেশীদের মাঝে পড়ে যায় কান্নার রোল।
এলাকাবাসীর দাবী এলিজার সাথে যাই হোক না কেন তার সঠিক তদন্ত হওয়া দরকার। তা না হলে এ রকম অনেক এলিজার কে প্রভাবশালীদের লালসা কিংবা শারীরিক মানসিক নির্যাতনের স্বীকার হয়ে অকালে প্রান দিতে হবে।তদন্তপূর্বক এর সঠিক বিচার হওয়া দরকার।
সেটা কাজের মেয়ে এলিজার বাবা যদি মামলা দায়ের নাও করে। তবু সরকার বাদী হয়ে( হত্যা না আত্মহত্যা) জনস্বার্থে কাজের মেয়েদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে প্রকৃত রহস্য উদঘাটন অতিব জরুরি।